২১ শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়। এরআগে জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান রাজিবের নেতৃত্বে পুরাতন কাচারি এলাকা থেকে একটি মিছিল বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে পৌছে। জেলা শিল্পকলা একাডেমিতে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর বীর মুক্তিযোদ্ধা মো. মহিউদ্দিন।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুজ্জামান আনিসের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক তোফাজ্জল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসারউদ্দিন আফসু, জেলা ছাত্রলীগের সভাপতি মো. ফয়সাল মৃধা, শহর ছাত্রলীগের সাবেক সভাপতি মালেকুন মাকসুদ বিপুল, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সুরুজ মিয়া প্রমুখ।
মুন্সীগঞ্জ বার্তা
Leave a Reply