বৃহস্পতিবার মুন্সীগঞ্জে প্রবীন দিবসে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকরে কার্যালয় থেকে বর্ণাঢ্য এক র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক পরিদর্শন শেষে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে এক আলোজনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণ দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো কুদ্দুস আলী সরকার।
জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মো সেলিম রেজার সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো ফজলে আজিম, সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান, অধ্যাপক আবুল বাশার, সাবেক পৌর মেয়র এড মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো জামাল হোসেন, মো কাউসার হোসেন প্রমুখ।
জনকন্ঠ
Leave a Reply