গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার সময় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ২১টি দোকানের প্রায় সবকিছুই পুড়ে যায়। অগ্নিকান্ডে আনুমানিক তিন টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবী ক্ষতিগ্রস্থদের।
গতকাল বিকেলে মুন্সীগঞ্জ ০৩ আসনের সংসদ সদস্য এড.মৃণাল কান্তি দাস, মুন্সীগঞ্জ ০৩ আসনের (সাবেক) সংসদ সদস্য এম ইদ্রিস আলী ও সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য ফজিলাতুন ইন্দিরা ইন্দ্রিরা স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে নিয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে আসেন।এ সময় তারা ক্ষতিগ্রস্থ দোকানীদের সাথে কথা বলেন এবং যথাসাধ্য সাহায্য করার প্রতিশ্রুতি দেন।
এড.মৃণাল কান্তি দাস বলেন,বাজারে মধ্যে কয়েকটি তেলের দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয় । আগামী ১৫ দিনের মধ্যে তেলের দোকানগুলো অন্যত্র কোন খোলা জায়গায় সরিয়ে নিতে নির্দেশ দেন তিনি।
পরে আগুন নিভাতে গিয়ে আহত আওয়ামী লীগ কর্মী রমজান হোসেনকে দেখতে তারা হাসপাতালে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।
গজারিয়া নিউজ
Leave a Reply