যে কোন সময় মিরকাদিম পৌর আ’লীগের সভাপতির পদ হারাতে পারেন বাসু। মিরকাদিম পৌর নির্বাচনে আ’লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে বাসু নির্বাচনে অংশ নেয়।
এ কারণে তাকে এই পদ থেকে খুব শীঘ্রই বহিস্থাকারের হোম ওর্য়াক চলছে। এছাড়া এখানে পুরনো কমিটি ভেঙ্গে নতুন গঠনের কাজও পুরো দমে চলছে। পৌর আ’লীগের মুকুল মৃধা মারা যাওয়ায় এখানকার সভাপতি ও সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ দু’টি পদ পেতে প্রার্থীরা মরিয়া হয়ে তদবিরে নেমে। সেক্ষেত্রে আগামীতে বাসু কোন অবস্থায় আর মিরকাদিম পৌর আ’লীগের সভাপতিতে আসতে পারছে না। দলের বিপক্ষে অবস্থান নেয়ায় বাসু তার এই পদটি হারাতে বসেছেন।
এখানকার নির্বাচনে জেলা আ’লীগের নেতা মনছুর ছিলেন আ’লীগের বিদ্রোহী প্রার্থী। তাকেও দল থেকে বহিস্কারের প্রক্রিয়া চলছে।
বিক্রমপুর সংবাদ
Leave a Reply