মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের আকবরনগর গ্রামে গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় এক গৃহবধু গণধর্ষণের শিকার হয়েছেন। পাঁচ দুবৃত্ত তাকে খোলা মাঠে গনধর্ষণ করে পালিয়ে যায়।
ধর্ষিতার মা জানান, গত শুক্রবার বিকালে আমার মেয়ে কেনাকাটার উদ্যেশ্যে বালুচর বাজারে যায়। কেনাকাটা শেষে সন্ধ্যা ৬ টার দিকে বাড়ী ফেরার পথে বালুচর ডিসি প্রজেক্টের সামনে সিএনজি থেকে নেমে যাওয়ার পর আকবর নগরের আসলাম(৪৪), গনি মিয়া(৩২), মুখলেছ(২৮), খালেক(৩০) ও সোনা মিয়া(২৬) এই ৫ জন আমার মেয়েকে জোর পূর্বক উঠিয়ে নিয়ে গিয়ে রাস্তার পাশে নির্জন খোলা মাঠে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। খবর পেয়ে ওকে উদ্ধার করে সিরাজদিখান থানায় একটি ধর্ষণ মামলা দাায়ের করি। মামলা নং ৭। সিরাজদিখান থানার ওসি (তদন্ত) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে ।
জনকন্ঠ
Leave a Reply