মুন্সীগঞ্জে মরিয়ারা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে গুলি করে হত্যার ঘটনায় একজনকে আসামি করে মামলা হয়েছে। সোমবার এ মামলাটি দায়ের করেন নিহতের স্বামী মহিউদ্দিন মহি হালদার।
মামলার একমাত্র আসামি হলেন, আবু সালাম।
স্থানীয়রা জানান, রোববার দুপুরে দিকে সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব মাকহাটি গ্রামের বারেক মল্লিকের নাতি রিমন আত্মীয় মরিয়ারার বাড়িতে বসে আডডা দিচ্ছিল।
এ সময় এলাকার শিকদার বাড়ির বাচ্চু শিকদারের ছেলে আবু সালাম, রাজিব হালদার, সাইফুল হালদারসহ কয়েক জনের একটি দল রিমনের ওপর হামলা চালায়। মরিয়ারা বেগম ঝগড়া থামাতে গেলে আবু সালাম তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে গুরুতর আহত হন মরিয়ারা বেগম। পরে স্থানীয়রা তাকে আহতাবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার উপ-পরিদদর্শ্ক (এসআই) মো. আনিসুর রহমান বলেন, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
পূর্ব পশ্চিম
Leave a Reply