মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় সমষপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার বিকেলে বিদ্যালয় মাঠে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।



মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ আজ শুক্রবার সমষপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমষপুর উচ্চ বিদ্যালয় উন্নয়ন উপকমিটির আহ্বায়ক এম মাহবুব উল্লাহ কিসমত। কোলাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাজি নেছারুল্লাহ সুজনের সঞ্চালনায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপ খান খোকন, জহিরুল ইসলাম, ফয়েজ উল্লাহ খান, গোপীনাথ, ফরিদা রহমান প্রমুখ।
এনটিভি
Leave a Reply