মুন্সীগঞ্জ সিরাজদিখান রশুনিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুর্ধষ চুরি হয়েছে। ইউনিয়ন পরিষদের সচিব ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৮টায় সেলিম চৌকিদার ইউনিয়ন পরিষদের তালা ঝুলে থাকতে দেখে। পরে রুমের ভেতরে ঢুকে কম্পিউটার, বক্স ও মূল্যবান কাগজপত্র না দেখতে পেয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেনকে বিষয়টি অবগত করেন।
ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাতে কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে।
রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, ইউনিয়ন পরিষদের চুরির ঘটনা এবারই প্রথম। সকালে চুরির ঘটনা শুনে ইউনিয়ন পরিষদে যেয়ে দেখি কম্পিউটার, কম্পিউটার, বক্স, ইউপিএস ও ভ্রাম্যমাণ লাইব্রেরিরর বইপত্রসহ ইউনিয়ন পরিষদের মূল্যবান কাগজপত্র চুরি হয়ে গেছে। বিষয়টি সিরাজদিখান থানায় লিখিতভাবে জানাই। এই এলাকার কিছু ইয়াবাসেবী বেশি রাত পর্যন্ত এখানে আড্ডা মারে। এই চুরির ব্যাপারে এরাই দায়ী বলে দাবি করেন তিনি।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান বলেন, চুরির বিষয় জেনেছি। অভিযোগ করলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
ঢাকাটাইমস
Leave a Reply