শ্রীনগরে উত্তর কোলাপাড়া গ্রামে সালিশে সালেহা বেগম (৬০)নামে এক মহিলা কে জোর করে গ্রাম সালিশে ৩ লক্ষ টাকা জরিমানা করে স্থানীয় মেম্বারসহ তার সহযোগিরা।যানা যায় সালেহা বেগমের প্রতিবেশি আহমত এর সাথে অনেক দিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ ছিল।
এর অবস্থা ৪এপ্রিল সোমবার বিকাল সাড়ে ৫টায় আহমত ভারাটিয়া সিরাজে সাথে সালেহা বেগমদের সাথে মারা মারি হয় সে সময় উভয় পক্ষে ৩জন আহত হয়।
আহরা হল আহমত এর ভারাটিয়া সিরাজ, সালেহা বেগম ও তার মেজ ছেলে মোস্থফা। এর এক পর্যায় ২২ এপ্রিল রোজ শুক্রবার রাত সাড়ে ৭টায় সময় কোলাপাড়া ইউনিয়ন ১নং ওয়াড মেম্বার নজরুল (৬০) এর সভাপতিতে বিএনপি ইউনিয়ন সাধারণ সম্পাদক বাদল,একই গ্রামে জাকির,আহমত,মালেকসহ আরও কয়েক মিলে সেলেহা বেগম ও তার পরিবার কে ৩লক্ষ টাকা জরিমানা করে ও জোর করে ৩শত টাকা ইস্টমে সাক্ষর নেন টাকা সাত দিনে মধ্যে প্ররিশোধ না করিলে বাড়ী ঘর লেখে নেওয়া হুমকি দেয়।
বিডিলাইভ
ভোটের আগে এই মহিলাটিকে মা খালা বলে সম্বোধন করে বলেছিল মা একটা ভোট দিয়েন আর এখন ক্ষমতায় এসে ক্ষমতার অপব্যবহার করছে