এম.এম.রহমান: ‘রেডক্রস রেডক্রিসেন্ট সর্বদা সবার জন্য’ এই শ্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জে পালিত হয়েছে বিশ্ব রেডক্রিসেন্ট দিবস। ৮মে বিশ্ব রেডক্রিসেন্ট দিবস উপলক্ষ্যে বর্নাঢ্য র্যালী ও সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় শিল্পকলা থেকে র্যালীটি শুরু হয়ে হাটলক্ষ্মীগঞ্জ রেডক্রিসেন্ট কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালীতে মুক্তিযোদ্ধা, গন্যমান্য ব্যক্তিবর্গ, স্কুল কলেজের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী অংশ নেন। র্যালী শেষে রেডক্রিসেন্ট কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব। মুন্সীগঞ্জ জেলা রেডক্রিসেন্ট এর ভাইস প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা রেডক্রিসেন্টের সেক্রেটারী শাহাজাহান গাজী, কার্যকরী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা জামাল হোসেন, মুক্তিযোদ্ধা ইছাপুরা ইউনিয়নের চেয়ারম্যান মতিন হাওলাদার, আজীবন সদস্য অভিজিৎ দাস ববি, বিশিষ্ট সাংবাদিক মীর নাছির উদ্দিন উজ্জ্বল ও সাবেক যুবপ্রধান অ্যাডভোকেট মু. আবুসাঈদ সোহান প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন, কার্যকরী কমিটির সদস্য নার্গিস আক্তার, আয়নাল হক স্বপন, ফারুক আহমেদ, কাউন্সিলর সুলতান বেপারী, আজীবন সদস্য হাজী গুলজার হোসেন ও মাসুদ পারভেজ ইমন ।
সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন সাবেক জেলা যুবরেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা যুবপ্রধান হেলাল উদ্দিন আহমেদ। আলোচনা সভায় বক্তারা আর্তমানবতার সেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। দেশ জাতির মঙ্গল কামনায় আত্মনিয়োগ করার জন্য আগামী প্রজন্মের প্রতি অনুরোধ করেন।
চমক নিউজ
Leave a Reply