জনপ্রিয় অভিনেত্রী রুমানার বিয়ে। তৃতীয়বারের মত সংসার গড়তে যাচ্ছেন তিনি। তাতে কি। বিয়ে মানেইতো নতুন জীবনকে স্বাগত জানানো। নতুন জীবনকে স্বাগত জানাতে রুমানাও তাই জমকালো আয়োজনে বিয়ের উৎসবের আয়োজন করেছেন। উৎসবের যাবতীয় রসদ আনিয়েছেন বাংলাদেশ থেকে। সে খবর অনেকেরেই জানা।
কিন্তু রোমনার হলুদের আয়োজন দেখে চোখ ছানাবড়া হয়ে যেতে পারে আপনার। আসরে রুমানা প্রবেশ করেছেন রঙবহুল পালকিতে চড়ে। আর তার স্বামী ধণ্যাঢ্য ব্যবসায়ী এলিন রহমানও রঙিন ছাতা মাথায়।
রুপালী পালকিতে চড়ে মঞ্চে যাচ্ছেন রুমানা ।
আয়োজনের কমতি ছিলনা মোটেই। জমকালো মঞ্চে বসে নবদম্পতি আশির্বাদ স্বরূপ হলুদ মেখেছেন গায়। ছিলেন প্রবাসী শিল্পী অভিনেতা টনি ডায়েস, প্রিয়া ডায়েস, মডেল মিলা ইসলাম, সাংবাদিক হাসানুজ্জামান সাকিসহ অনেকে। নিউইয়র্কের উডসাইডে গায়ে হলুদ অনুষ্ঠানের আজ রুমানার বিয়ে।
শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা হলে রুমানা ও এলিনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। রুমানার বিয়ের আসরে উপস্থিত স্বস্ত্রীক টনি ডায়েস ।
উল্লেখ্য, এর আগে রুমানা প্রথমে উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদকে বিয়ে করেন। পরে সে বিয়ে ভেঙ্গে গেলে দ্বিতীয় বিয়ে করেন সাজ্জাদ নামে ঢাকার আরেক ব্যবসায়ীকে। সে বিয়ে কয়েক বছর টিকলেও দিন গড়ানোর সাথে একে অন্যের বিরুদ্ধে অভিযোগ বাড়ছিলো। এরই মাঝে রুমানা-সাজ্জাদ ছাড়াছাড়ির গুঞ্জন শুরু হলে বছরখানেক আগে রুমানা আমেরিকায় চলে যান। সেখানে ব্যবসায়ী এলিন রহমানের সাথে পরিচয় হলে একপর্যায়ে দুইজন প্রেমে জড়িয়ে পড়েন। এরপর তিনি দেশে না ফিরে এলিনকে বিয়ের সিদ্ধান্ত নেন।
ক্রাইম ভিশন
Leave a Reply