মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলায় রশনিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব গোল্ডকাপ প্রাাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৬ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সিরাজদীখান উপজেলা পরিষদ মাঠে খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ট্রপি বিতরণ করেন মুন্সীগঞ্জ ১ আসনের এমপি সুকুমার রঞ্জন ঘোষ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার শাহীনা পারভীন, রশুনিয়া ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, প্রাথমিক শিক্ষক কর্মকর্তা বেলায়েত হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক রোকসানা বেগম কেয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন।
ফাইনাল ম্যাচে বালকদের খেলায় উত্তর তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে ৫-৪ গোলে খিল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারায় এবং বালিকাদের মধ্যে দক্ষিন তাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে দামালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বাংলাপোষ্ট
Leave a Reply