অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলমকে হত্যার হুমকি দেয়া হয়েছে। সোমবার দুপুরে ডাকযোগে চিঠির মাধ্যমে এ হুমকি দেয়া হয়। পরে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে অ্যাটর্নি জেনারেল শাহবাগ থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন। এ তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিকি।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার সংক্রান্ত কাজে জড়িত থাকার জন্য আমাকে এই হুমকি দেয়া হয়েছে। আজ দুপুরে কে বা কারা ডাকযোগে চিঠির মাধ্যমে এ হুমকি দেয়।’
সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তিনি অধিকতর নিরাপত্তা চান কি না এমন প্রশ্নের জবাবে বলেন, ‘অতিরিক্ত কোনো নিরাপত্তার প্রয়োজন নেই, এখন যেমন আছে তেমনই যথেষ্ট।’
ক্রাইম ভিশন
Leave a Reply