শ্রীনগরে চাঁদা না পেয়ে ফারুক নামের এক সিংগাপুর প্রবাসীর উপর সন্ত্রাসী হামলা করেছে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ডাকাত মামুন। হামলায় আহত মো: ফারুক (৪০) কে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। গতকাল বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নের চান্দারটেক এলাকায় এঘটনা ঘটে।
ফারুকের পরিবারিক সূত্র জানায়, দেড় বছর পূর্বে ফারুকের অবর্তমানে তার বৃদ্ধ মায়ের কাছে একই গ্রামের ডাকাত মামুন পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবী করে। চাঁদা না পেয়ে মামুন তাদের ২১ শতক জমি জোড় পূবর্ক দখলে নেয়। কয়েকদিন পূর্বে ফারুক দেশে আসলে মামুন পুনরায় চাঁদা দাবী করে। গত ৬ জুন ফারুক স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিম হোসেন খানের কাছে মামুনের বিরুদ্ধে বিচার দাবী করে।
এতে মামুন ক্ষিপ্ত হয়ে পরশুদিন সন্ধ্যায় ফারুকের বাড়িতে গিয়ে মহিলাদের উপড় চড়াও হয়। গতকাল সকালে ফারুক পুনরায় বিচার দেওয়ার জন্য ইউনিয়ন পরিষদের দিকে রওনা হলে মামুন চান্দারটেক এলাকায় এসে প্রকাশ্যে ফারুকের উপর হামলা চালায়। মামুন এসময় ফারুকের গলায় থাকা সোয়া ভড়ি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
এঘটনায় শ্রীনগর থানায় মামলার প্রস্তুতি চলছে। মামুনের বিরুদ্ধে শ্রীনগর থানায় দুটি ডাকাতি মামলা সহ প্রায় ডজন খানেক মামলা রয়েছে।
Leave a Reply