মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মিলন হোসেন (৩১) নামে এক যুবকের ওপর হামলা চালিয়ে তার হাত ও পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১১ জুন) ভোর সাড়ে ৫টায় উপজেলার জামালদী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
আহত মিলন উপজেলার তেতৈতলা গ্রামের আমির হোসেন গেদুর ছেলে।
মিলনের স্বজনেরা জানান, ভোরে মিলন শ্বশুরবাড়ি ইসমানীচর গ্রামে থেকে নিজ বাড়ি তেতৈতলা গ্রামে ফিরছিলেন। পথে জামালদী বাসস্ট্যান্ডে আসলে কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় তারা মিলনের হাত-পায়ের রগ কেটে দিয়ে পালিয়ে যায়।
মিলনের চিৎকারে স্থানীয়রা এসে দ্রুত তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে ঢাকায় পাঠানো হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে গজারিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেদায়াতুল ইসলাম ভূঞা বাংলানিউজকে বলেন, ঘটনাটি শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলানিউজটোয়েন্টিফোর
Leave a Reply