মঈনউদ্দিন সুমন: মুন্সীগঞ্জ শহরের পাঁচঘড়িয়াকান্দি এলাকার কিশোর জনি শেখের (১৭) হত্যাকারীদের ফাঁসির দাবিতে মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় লোকজন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবসংলগ্ন সড়কে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে শহরের পাঁচঘড়িয়াকান্দি এলাকার নিহত কিশোরের স্বজনসহ কয়েক শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
এর আগে স্থানীয় কাউন্সিলর জাকির হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
গত ১১ জুন শনিবার রাত সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের প্রতিপক্ষ দলের গুলিতে জনি শেখ নিহত হয়। গুলিবিদ্ধ হয়ে আহত হয় আরো দুই জন।
এ ঘটনায় পুলিশ অস্ত্রসহ বাবুল ও ওয়াহেদুজ্জামান অপু নামে দুজনকে আটক করে।
এনটিভি
Leave a Reply