স্ত্রীর দায়ের কৃত মামলায় সাজাপ্রাপ্ত শ্রমিক লীগ নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার রাতে শ্রীনগর থানার পুলিশ উপজেলার কেয়টখালি এলাকা থেকে মাহবুব হোসেন বাবু (৩৭) নামে ও নেতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বড় ভাই পলাশ জানান, মাহাবুব যাত্রাবাড়ী থানার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। পুলিশ জানায়, মাহাবুবের স্ত্রী নূরুন নাহার ২০১৫ সালে বাদী হয়ে মুন্সীগঞ্জের পারিবারিক আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই মামলায় তার বিরুদ্ধে আদালত ৪ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা পরিশোধ না করায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
যুগান্তর
Leave a Reply