মুন্সীগঞ্জে সেবা মেলায় হরেকরকম সেবার পসরা বসে। আজ বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনের এই মেলায় ১৬টি স্টল স্থান পায়। ভূমি, চিকিৎসা, আইন শৃঙ্খলা, শিক্ষা, খাদ্যসহ এই মেলা থেকে নানা রকম সেবা প্রদান হয়। দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল। এই উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. হারুন অর-রশীদের সভাপতিত্বে আয়োজিত আলোচনায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. শহিদুল ইসলাম, পৌর মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব, অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জী ও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল।
জনকন্ঠ
Leave a Reply