মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রায় চার শতাধিক মানুষের মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কোলাপাড়া ইউনিয়ন পরিষদে স্থানীয়দের মধ্যে এসব বিতরণ করা হয়। কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে চার শ’র বেশি দুস্থ মানুষের হাতে এসব চাল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কোলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি নেছার উল্লাহ সুজন, কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোপীনাথ দাস, ইউনিয়ন যুবলীগের সভাপতি কুতুবুর রহমান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আতাহার হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম আহম্মেদ স্বপনসহ কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা।
দ্য রিপোর্ট
Leave a Reply