ঢাকা মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া কাওড়াকান্দি নৌ-রুটের শিমুলিয়া ঘাটে এখন ঘরমুখো মানুষের ঢল। টানা ৯ দিনের ছুটির প্রথমদিন শুক্রবার সকাল থেকেই দক্ষিন-পশ্চিম বঙ্গের ২৩টি জেলার প্রবেশদার শিমুলিয়া ঘাট দিয়ে হাজার হাজার মানুষ ফেরী, লঞ্চ ও সীবোটে পাড়ি দিচ্ছেন পদ্মা নদী। ঘাটে পারাপারের অপেক্ষার রয়েছে ২ শতাধিক যানবাহন এর মধ্যে ছোট প্রাইভেট কারের সংখ্যাই বেশি।
নদীতে স্রোত বেশি থাকায় ফেরী পারাপারে নির্দিস্ট সময়ের থেকে ১৫-২০ মিনিট বেশি সময় লাগছে জানিয়ে শিমুলিয়া ঘাটের ইওডঞঈ ব্যাবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারি বলেন, ১৭টি ফেরী দিয়ে সকাল থেকে প্রায় ২ শতাধিক গাড়ি পার হয়েছে। আশা করছি ঈদে মানুষ নির্বিঘ্নেই ঘরে ফিরতে পারবে।
এদিকে সকাল থেকেই লঞ্চঘাটে দেখা গেছে উপচে পড়া মানুষের ভীড়। শিমুলিয়া ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর মোঃ সোলেমান জানান, বেলা বাড়ার সাথে সাথে যাত্রী সমাগম বাড়ছে। ৭৭টি লঞ্চ দিয়ে যাত্রী পাড়াপাড় হচ্ছে। অতিরিক্ত যাত্রী নিয়ে যাতে লঞ্চ চলাচল করতে না পারে সে বেপারে আমরা সজাগ দৃষ্টি রাখছি।
বিডিহট নিউজ
Leave a Reply