মুন্সীগঞ্জ শহর লাগোয়া ধলেশ্বরী নদীতে শনিবার দুপুরে অভিযান চালিয়ে বালুবোঝাই ৪ টি ভলগেটের সুকানীদের ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামসুন নাহার ও ইমরুল হাসান এ জরিমানা করেন।
যাদের জরিমানা করা হয়, তারা হল- এমভি পল্লী মা-১ নামের ভলগেটের সুকানী মাইনুদ্দিন, এমভি তাহমিনা-তানজিলা-২ নামের ভলগেটের মো. চুন্নু হাওলাদার, এমভি শাহজালাল নামে ভলগেটের ফারুক হোসেন ও মায়ের দোয়া নামে ভলগেটের সুকানী জাহিদ হোসেন।।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেটরা জানান, দেশের নদ-নদীতে ঈদের আগে ৭ দিন ও ঈদের পরে আরো ৭ দিন বালুবাহী সকল নৌযান চলাচলের উপর নিষেধাজ্ঞা রয়েছে।
তা সত্বেও বালুবোঝাই করে ভলগেট গুলো নদী হয়ে চলাচল করছিল। তাই ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ওই ভলগেট গুলোর সুকানীদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
বিডিলাইভ
Leave a Reply