যাত্রাবাড়ি উড়াল সেতুর ঢালু থেকে জেলার মাওয়া হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটার এলাকা জুড়ে চারলেন বিশিষ্ট দেশের প্রথম এক্সপ্রেস ওয়ে প্রকল্পের বালুভরাট কাজের সূচনা করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার বিকেলে মুন্সীগঞ্জের লিংক রোড এলাকা কেরানীগঞ্জ পয়েন্ট থেকে এই কাজের সূচনা করেন মন্ত্রী।
এসময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রাজধানী ঢাকা এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে যাত্রী ও পণ্য পরিবহণ নিরাপদ, সময় সাশ্রয়ী ও আরামদায়ক করার লক্ষ্যে ৫৫ কিলোমিটার দীর্ঘ মহাসড়কটি বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে প্রায় ৬২৫২.২৯ কোটি টাকা ব্যয়ে এই সড়ক নির্মাণ করা হচ্ছে।
এ মহাসড়কে ৪টি ফ্লাইওভার, ৪টি রেলওয়ে ওভারপাস, ২১টি আন্ডারপাস এবং ৩টি ইন্টারচেঞ্জ থাকবে।
ভবিষ্যতে এই সড়কের মিডিয়ান ব্যবহার করে মেট্রোরেল নির্মাণের পরিকল্পনার কথাও ওবায়দুল কাদের জানান।
তিনি আরও বলেন, ২০১৮ সালে পদ্মা সেতুর কাজের সঙ্গে সঙ্গে সম্পন্ন হবে এই সড়কের কাজ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এসডবিøউউও পশ্চিম জোনের বিগ্রেডিয়ার জেনারেল মো. আহসানুল কবির, প্রকল্প পরিচালক কর্নেল ইফতেখার আনিস, অতিরিক্তি প্রকল্প পরিচালক (সমন্বয়) লে. কর্নেল মো. মেহফুজার রহমান প্রমুখ।
পূর্ব পশ্চিম
Leave a Reply