আরিফ হোসেন: শ্রীনগর সরকারী কলেজের উপাধ্যক্ষ মো: গোলাম কিবরিয়াকে অবসর জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার বিকালে কলেজ মিলনায়তনে এ সংবর্ধণার আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রফেসর গোলাম কিবরিয়ার বর্ণাঢ্য শিক্ষক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
আলোচনায় অংশ গ্রহন করেন সহযোগী অধ্যাপক মিতা কুন্ড, লিপি খান, ড. জিল্লুর রহমান, কুদরত- ই- হুদা, মো:নাসিরউদ্দিন, মো আসরাফ হোসেন, ড.হারুন অর রশিদ প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক পরিষদের সম্পাদক মো: জাকিরুল ইসলাম মন্ডল। উপাধ্যক্ষ গোলাম কিবরিয়া তার শিক্ষকতা জীবনের বেশীর ভাগ সময় এই কলেজে অধ্যাপনা করেন। শ্রীনগর সরকারী কলেজের সাথে তার আত্মার সম্পর্ক রয়েছে বলে তিনি তার বক্তৃতায় উল্লেখ করেন। আলোচনা অনুষ্ঠানের শেষে তাকে স্মারক ও ফুল দিয়ে বিদায় দেওয়া হয়।
Leave a Reply