টঙ্গীবাড়ীতে সরকারী খরচে আইনগত সহায়তা বিষয়ক গণশুনানী হয়েছে। শনিবার বিকালে উপজেলার সোনারং-টঙ্গীবাড়ী ইউপি কার্যালয়ের সামনে মুন্সীগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটি মুন্সীগঞ্জ এবং মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশন এর যৌথ আয়োজনে ও ইউএসএআইডি’র জাস্টিস ফর অল প্রোগ্রাম’র অর্থায়নে এ গণশুণানী হয়। সোনারং-টঙ্গীবাড়ী ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সভাপতি ও সোনারং টঙ্গীবাড়ী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি’র সভাপতিত্বে এ গণশুনানী অনুষ্ঠিত হয়।
প্রকল্প সমন্বয়কারী মাহবুব হাসান ও উপজেলা ম্যানেজার এম মনিরুজ্জামান মিঠু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড এর প্যানেল আইনজীবী মো. লাবলু মোল্লা।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব জনাব গোলাম মস্তফা। গণশুনানীতে সমাজের বিভিন্ন স্তরের নারী পুরুষ অংশগ্রহণ করেন এবং আইনগত বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্ন করেন। এ গণশুনানীর মাধ্যমে আইনী সেবা বঞ্চিত মানুষদের সরকারী খরচে আইনগত সেবা নেয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়।
জনকন্ঠ
Leave a Reply