সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের শুনানিতে সময় চাওয়া নিয়ে প্রধান বিচারপতির সাথে অ্যাটর্নি জেনারেলের বাদানুবাদ হয়েছে। গতকাল সোমবার আদালত মুলতবির পর মঙ্গলবার সকালে পুনরায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ শুনানি শুরু করেন।
এ সময় রাষ্ট্রপক্ষ সময় চাইলে প্রধান বিচারপতি বলেন, এ ব্যাপারে আপিল বিভাগকে বাধ্য করতে পারেন না অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এ কথার জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, এ মামলাটি সংবিধানের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনায় আপিল বিভাগের সব বিচারপতির উপস্থিত থাকা প্রয়োজন। তবে এতে প্রধান বিচারপতি দ্বিমত পোষণ করেন।
এ সম্পর্কে প্রধান বিচারপতি বলেন, শুনানি চলতে থাকুক। যুক্তি তর্কের সময় আপিল বিভাগের সব বিচারপতি উপস্থিত থাকবেন।
গত বছর উচ্চ আদালতের বিচারকদের অপসারনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ বলে রায় দেয় হাইকোর্ট।
আমাদের সময়
Leave a Reply