মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ভরাডুবি হয়েছে। অপরদিকে বিপুল ব্যবধানে বিএনপির সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের বিজয় হয়েছে।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঘোষিত ফলাফলে বিএনপি সমর্থিতরা সভাপতি-সহসভাপতি-সাধারণ সম্পাদক-কোষাধ্যাক্ষসহ নয়টি গুরুত্বপূর্ণ পদে এবং আওয়ামী লীগ ৬টি পদে জয় পায়।
গতকাল বুধবার সকাল ৮টা থেকে দিনব্যাপী আনন্দমুখর পরিবেশ ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৩টায় সুষ্ঠভাবে নির্বাচন শেষ হয়। প্রধান নির্বাচন কর্মকর্তা অতিরিক্ত পিপি আইনজীবী নাছিমা আক্তারের নেতৃত্বে এক ঘণ্টা বিরতি শেষে শুরু হয় ভোট গণণা।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের বিজয়ীরা হলেন সভাপতি আইনজীবী মো. জাকারিয়া মোল্লা, সাধারণ সম্পাদক আইনজীবী মো. ছালাহ্ উদ্দিন ঢালী, সহ-সভাপতি আইনজীবী মো. রেজাউর রাজ্জাক প্যারট। আইনজীবী মো. পারভেজ আলম ও মো: আতিকুর রহমান ১৬৩টি করে ভোট পেয়েছেন। এই দুজনের মধ্যে লটারীর মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে।
সহ-সাধারণ সম্পাদক আইনজীবী রেক্সনা আক্তার লাকী, কোষাধ্যক্ষ আইনজীবী মো. সুমন মিয়া সরদার, ক্রীড়া ও নাট্য সম্পাদক আইনজীবী মো. হোসেন রানা, কার্যকরী সদস্য- আইনজীবী শ.ম ইয়াজুর রহমান মনা, আইনজীবী মো. আসাদুজ্জামান উজ্জল।
অপরদিকে, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের তিনজন কার্যকরী সদস্যসহ ৬টি পদে বিজয়ীরা হলেন লাইব্রেরি সম্পাদক আইনজীবী সিরাজুল হক লিটন, দপ্তর সম্পাদক আইনজীবী ফরাজী সামছুজ্জামান মানিক, ধর্ম বিষয়ক ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাহিদ উজ্জ্বল, কার্যকরী সদস্য-আইনজীবী কামরুজ্জামান মুকুল, আইনজীবী মাহাবুবা মান্নান সুমী, আইনজীবী চৌধুরী মোস্তফা আল মামুন টিটু।
নির্বাচন কমিশনে আরও ছিলেন-অতিরিক্ত পিপি সুলতানা আক্তার বিউটি, এজিপি রেক্সোনা আক্তার সুইটি, আইনজীবী মাকসুদা আক্তার ও আইনজীবী মীর হাবিবুর রহমান বাবুল।
জেলার আইনজীবীদের এ মিলনমেলায় দুটি দলেরই ভোট ক্যাম্প করা হয়। এতে আওয়ামী লীগ ক্যাম্পের নেতৃত্ব দেন আইনজীবী মৃণাল কান্তি দাস এমপি, সাবেক সভাপতি আইনজীবী আর্শেদ উদ্দিন চৌধুরী, সাবেক সভাপতি পিপি আব্দুল মতিন, সাবেক সভাপতি স ম হাবিবুর রহমান, জিপি লুৎফর রহমান, এপিপি সামসুন্নাহার শিল্পি, আইনজীবী এস আর রহমান মিলন প্রমুখ।
বিএনপির ভোট ক্যাম্পে নেতৃত্ব দেন সাবেক সভাপতি আইনজীবী কাজী আফসার উদ্দিন, সাবেক সভাপতি আইনজীবী মুজিবুর রহমান, আইনজীবী আব্দুল মালেক মোল্লা, আইনজীবী তোতা মিয়া, আইনজীবী আব্দুল মান্নান, আইনজীবী আশরাফুল ইসলাম, আইনজীবী মাসুদ আলম, আইনজীবী মোহাম্মদ হালিম হোসেন প্রমুখ।
দিনভর এ নির্বাচনী উৎসব উপভোগ করেন স্থানীয় এমপি আইনজীবী মৃণাল কান্তি দাস। নির্বাচন পরিদর্শনে আসেন জেলা প্রশাসক সায়লা ফারজানা।
বিডি প্রতিদিন
Leave a Reply