মুন্সীগঞ্জের সিরাজদিখানে বালুচর এলাকায় ধলেশ্বরী নদীতে পড়ে শাহজাহান নামের এক মাটি কাটার শ্রমিক নিখোঁজ হয়েছেন। বুধবার (৪ এপ্রিল) দুপুর ১ টার দিকে ট্রলার থেকে সে নদীতে পড়ে নিখোঁজ হয়। সে গাইবান্দা জেলার ফুলছড়ি থানার কাবিলপুর গ্রামের তমাস আলীর পুত্র।
একই গ্রামের ওই ট্রলারের মাঝি আহম্মদ আলী জানান, আমরা ট্রলারে করে মাটি নিয়ে যাচ্ছিলাম শাজাহান তখন ট্রলারে ঘুমাইতে ছিল হঠাৎ ঘুমন্ত অবস্থায় শাজাহান নদীতে পড়ে যায় ট্রলার বন্ধ করে আমরা অনেক খোঁজাখুঁজি করি কিন্তু তাকে পাওয়া যায়নি।
সিরাজদিখান থানার ওসি আবুল কালাম জানান, বিষয়টি আমাকে ফোনে জানিয়েছে কিন্তু কোথায় পড়ছে নির্দিষ্ট করে কোন শ্রমিক বলতে পারছে না তবে ঘটনাস্থলে পুলিশ রয়েছে বলে তিনি জানান।
বিডি২৪লাইভ
Leave a Reply