গোলাপের নামে চাঁদাবাজির অভিযোগে দুইজন গ্রেপ্তার

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এরা হলেন- মোহাম্মদ আলী (৪০) ও নাদিয়া সুলতানা (২৭)। সম্পর্কে ভাইবোন এই দুজন কুমিল্লার চৌদ্দগ্রামের কাপড়চতালী গ্রামের বাসিন্দা।

গোলাপের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১২টার দিকে গোপীবাগের এক বাসা থেকে তাদের আটক করা হয় বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন জানিয়েছেন।

শুক্রবার ঢাকার মিন্টু রোডের ডিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, মোহাম্মদ আলী নিজেকে গোলাপ পরিচয় দিয়ে এমপি, মন্ত্রী, বিভিন্ন নেতা ও ব্যবসায়ীদের টার্গেট করে চাঁদা দাবি করতো।

“কেউ কেউ গোলাপ পরিচয় দেওয়া মোহাম্মদ আলীর বোন নাহিদ সুলতানার দুটি বিকাশ নম্বরে টাকাও পাঠিয়েছে। কী পরিমাণ টাকা এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে।”

বাংলাদেশ রেড ক্রিসেন্টের চেয়ারম্যান হাফিজ জোয়ারদার, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ফেনীর সাংসদ নিজাম হাজারী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আর সাদেকের কাছেও মোহাম্মদ আলী চাঁদা চেয়েছেন বলে জানান বাতেন।

“ফোনে মোহাম্মদ আলী গোলাপের কণ্ঠস্বর নকল করে প্রতারণা করা হতো। মোহাম্মদ আলী নিজের ফেসবুক আইডিতেও গোলাপের ছবি ব্যবহার করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চাঁদাবাজির বিষয়টি স্বীকার করেছে।

“তবে এখন পর্যন্ত কত জনের কাছ থেকে কত টাকা আদায় করেছে তা নির্দিষ্ট করে বলতে পারেনি।”

বিডিনিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.