নাছির উদ্দিন : মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের (ক্যাব) তদারকী ও ৪টি মুদি দোকানের মালিককে জরিমানা করা হয়। গতকাল সোমবার বিকাল ৪ টায় উপজেলার ইছাপুরা বাজারে এ অভিযান পরিচালন করেন মুন্সীগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এসময় ইছাপুরা বাজারের ৪টি দোকান মালিককে ভোক্তা অধিকার আইনের ৩৮ ধারায় মূল্য তালিকা না থাকার অপরাধে ১ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ক্যাব সিরাজদিখান উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন প্রমূখ।
অভিযান শেষে ব্যবসায়ী ও ভোক্তাদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষন আইন,২০০৯ সম্পর্কে অবহিত করেন এবং লিফলেট বিতরণ করেন।
Leave a Reply