মনোনয়ন পেলে পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ী-লৌহজং) আসনে মনোনয়নপত্র কিনেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দলীয় মনোনয়ন পেলে অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করবেন তিনি।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম চ্যানেল আই অনলাইনকে বলেন: ‘মুন্সীগঞ্জ-২ আসনের জনগণ তাদের প্রার্থী হিসেবে আমাকে দেখতে চায়। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের জন্য কাজ করে এসেছি। তাদের পাশে থেকেছি। শনিবার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ী-লৌহজং) আসনের জন্য মনোনয়নপত্র কিনেছি। আশা করছি আমি দলীয় মনোনয়ন পাবো।’

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার পদে থেকে নির্বাচনে অংশ নিতে আইনি কোন বাধ্যবাধকতা আছে কিনা? এমন প্রশ্নের জবাবে মাহবুবে আলম বলেন: ‘এ পদে থেকে নির্বাচন করতে আইনি বাধা নেই। তবে আমি যদি মনোনয়ন পাই তাহলে কোনো ধরনের বিতর্কের উর্ধ্বে থাকতে অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করব।’

এ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলিকে টপকে দলীয় মনোনয়ন পাবার ব্যাপারে আপনি কতটা আশাবাদী? এ প্রশ্নে মাহবুবে আলম বলেন: ‘আমি আশাবাদী যে আমি মনোনয়ন পাবো। কারণ, ‘সে’ প্রথমবার সংরক্ষিত আসনে এমপি হয়েছিল। আর দ্বিতীয়বার পার্টির গণজোয়ারে সে এমপি হয়।

‘তবে এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। এবার আমি দলীয় মনোনয়ন পেলে মুন্সীগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হব বলে শতভাগ আশাবাদী।’

২০০৯ সাল থেকে অ্যাটর্নি জেনারেলের পদে থাকা মাহবুবে আলম বিগত কয়েক বছর ধরে মুন্সীগঞ্জ-২ আসনের রাজনীতিতে সক্রিয় হন। এসময় বিভিন্ন সামাজিক রাজনৈতিক অনুষ্ঠানের মাধ্যমে তিনি চষে বেড়িয়েছেন নিজ নির্বাচনী এলাকা।

চ্যানেল আই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.