মুন্সীগঞ্জ সিরাজদিখানে এক মাছচাষীর মৎস্য খামারে বিষ প্রয়োগ করেছে অজ্ঞাত দুষ্কৃতকারীরা। এতে বিষক্রিয়ায় মারা গেছে ওই খামারের বিপুল পরিমাণ মাছ। খামারটির নাম আক্তার মৎস্য খামার।
সিরাজদিখান ছোট পাউলদিয়া এলাকার হায়দার আলী তালুকদারের ছেলে আক্তার হোসেন তালুকদার এ খামারের মালিক বলে জানা গেছে। এদিকে পুকুরে বিষ ঢেলে এক লাখ ৫০ হাজার টাকার মাছ নিধনকারীদের গ্রেফতারের জন্য থানা পুলিশের সহায়তা চেয়েছেন আক্তার হোসেন তালুকদারের পরিবার ও স্বজনরা। এলাকাবাসী জানায়, সিরাজদিখান ছোট পাউলদিয়া এলাকার আক্তার হোসেন তালুকদার বাড়ির পাশে একটি (১ একর) পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করছেন।
এরই মধ্যে তিনি আলুচাষে ও মাছচাষে এলাকায় বেশ সুনাম অর্জন করেন। এতে ঈর্ষান্বিত হয়ে শক্রতাবশত তার প্রতিপক্ষরা রোববার রাতে তার মৎস্য খামারে বিষ প্রয়োগ করে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত মৎস্য খামারের মালিক ঘটনার একদিন পর সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করেন বলে জানান।
যুগান্তর
Leave a Reply