মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ

মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির এক বছর মেয়াদী বার্ষিক নির্বাচন ঘিরে আদালতপাড়ায় উৎসবের আমেজ বিরাজ করছে। আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দুটি প্যানেলের ৩০ জন প্রার্থী ভোট প্রার্থনা করছেন। প্রার্থীরা আদালতপাড়ায় গণসংযোগ, লিফলেট বিতরণ করছেন। এমনকি ভোটারদের বাড়ি বাড়ি গিয়েও নিজ প্যানেলের পক্ষে ভোট চাইছেন।

মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে কখনোই কোন প্যানেল থেকে এককভাবে কোন প্যানেল জয়ী হওয়ার উদাহরণ এখনো পাওয়া যায়নি। দুই প্যানেল থেকে দলীয় ও ব্যক্তি পরিচয়েই এখানে প্রার্থীদের বিজয়ী হতে দেখা যাচ্ছে। এবারও এর ব্যতিক্রম হবে না বলে ধারণা ভোটারদের।

আগামী ৩০ জুন মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সভাপতি পদে সাবেক সাধারণ সম্পাদক মোসাম্মৎ নাছিমা আক্তার এবং সাধারণ সম্পাদক পদে এবারই প্রথম নির্বাচন করছেন আমান উল্লাহ প্রধান শাহিন।

অন্যদিকে, বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে সভাপতি পদে সাবেক সভাপতি মো. জাকারিয়া মোল্লা ও সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ মাসুদ আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দুটি রাজনৈতিক দলের পক্ষে ১৫টি পদের জন্য দুটি প্যানেলের ৩০ জন প্রার্থী তাদের প্রার্থীতা নিয়ে নির্বাচনী লড়াইয়ের মাঠে আছেন।

মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির ইতিহাসে এখানে প্রতিটি নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এবারও প্রার্থী এবং ভোটাররা একই আশা করছেন। ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে নিজের ব্যালটে ভোট আনার চেষ্টা করছেন প্রার্থীরা।

আগামী ৩০ জুন মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এই বারের ভোটার রয়েছেন ৩৮১ জন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছালাহ্ উদ্দিন ঢালী। তাকে সহায়তায় আরও ৪ জন আইনজীবীকে সহকারি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেয়া রয়েছে।

অবজারভার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.