ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মুন্সীগঞ্জ আদালত প্রাঙ্গণে বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। জেলা আইনজীবী সমিতির ব্যানারে সকাল সাড়ে ১০ টার দিকে এ কার্যক্রম শুরু হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস পরিচ্ছন্নতা কার্যক্রমেও অংশ নেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রোকেয়া রহমান, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এএম জুলফিকার হায়াত, জেলা আইনজীবী সমিতির সভাপতি জাকারিয়া মোল্লা, সাধারণ সম্পাদক শাহীন মোহাম্মদ আমানউল্লাহ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি লাবলু মোল্লা প্রমুখ।
বিডি২৪লাইভ
Leave a Reply