মো: মনির হোসেন: মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীতে সড়কে অবৈধ ভাবে ড্রেজারের পাইপ বসানোর কারনে দূর্ঘটনায় উপজেলা প্রকৌশলী অফিসের কার্য সহকারী বিদারুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টায় তিনি উপজেলা থেকে সড়ক পথে নশংকর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিল্ডিং নির্মান কাজের তদরকীর জন্য যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে। টঙ্গীবাড়ী দিঘিরপাড় সড়কের ধীপুর গুদারাঘাট সংলগ্ন সড়কের উপর নিয়ম বহি:ভূত ধীপুর গ্রামের রফিকুল বেপারীর পুকুর থেকে মাকসু সৈয়াল ড্রেজারের পাইপ বসিয়ে কৃষি জমি ভরাট চলছিল। সেই পাইপের উপর গাড়ির চাকা আটকে দূর্ঘটনা ঘটে বলে বিদারুল ইসলাম বলেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আবুল বাশার বলেন, দূর্ঘটনায় বিদারুলের পা ভেঙ্গে ৫ টুকরা হয়ে যায়। তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।
মন্তব্য…