শাহ সিমেন্টের ভূমি দস্যুতার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। রোববার দুপুরে মুন্সীগঞ্জ শহর লাগোয়া ধলেশ্বরী নদী তীরের ভুক্তভোগী পরিবারগুলো প্রেস ক্লাবে মানববন্ধন করে।
পরে শহরে বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে আরেক দফা মানববন্ধন করেন।
পরে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে ৫০ একর জমি দখলের অভিযোগ এনে স্মারকলিপি প্রদান করেন।
ভুক্তভোগী পরিবারগুলো স্মারকলিপিতে উল্লেখ্য করেছেন, শাহ সিমেন্ট ফ্যাক্টরি আকস্মিক তাদের মালিকানাধীন প্রায় ৫০ একর ফসলী জমি অবৈধভাবে জোরপূর্বক দখল করে নিয়ে যায়। এ নিয়ে সাবেক জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সভাকক্ষে শাহ সিমেন্ট ফ্যাক্টরি কর্তৃপক্ষের সঙ্গে তাদের অন্তত ৮-১০ বার বৈঠক হয়। বৈঠকে ভুক্তভোগীদের সম্পত্তির ন্যায্য মূল্য প্রদান করে সময় ও তারিখ নির্ধারণ করে সাবকবলা দলিল করে নেয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু শাহ সিমেন্ট ফ্যাক্টরি কর্তৃপক্ষ নির্ধারিত কোন তারিখে দলিল রেজিষ্ট্রি করতে আসেনি। তারা প্রতারণা করে এলাকার শত শত লোককে পথে বসিয়েছে এবং পালিত গুন্ডাবাহিনী দিয়ে তাদের হেনস্তা করার চেষ্টা করছে।
বিক্ষোভ সমাবেশে ভুক্তভোগীদের মধ্যে বক্তব্য রাখেন, বজলুর রহমান ফটিক, আরজ আলী দেওয়ান, আলহাজ আব্দুল বাতেন, আবুল কালাম সরকার, মো. কাইয়ুম, এম এ রশিদ ও নাছিরউদ্দিন দেওয়ান।
অবজারভার
Leave a Reply