মুন্সীগঞ্জে ইয়াবাসহ হত্যা মামলার আসামি আটক

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় ২০২ পিস ইয়াবাসহ অস্ত্র, হত্যা, অপহরণ মামলার আসামি আলামিন মাদবর (৪০) নামের একজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আলামিনের গ্রেফতারের বিষয়টি প্রেস রিলিজের মাধ্যমে নিশ্চিত করে র‌্যাব। এর আগে মঙ্গলবার বিকালে উপজেলার মূলচর গ্রামের নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করা হয়।

আলামিন ওই গ্রামের শাহজাহান মাদবরের ছেলে। সে সীমান্তবর্তী জেলা শেরপুর এবং মুন্সীগঞ্জের আলদী, দিঘিরপাড় এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে।

আলামিন উপজেলার চাপ গ্রামের উজ্জলকে গুম করা মামলার অন্যতম আসামি। আলামিন র‌্যাবের সোর্স পরিচয়ে দিঘিরপাড় গ্রামের মান্নান খান, কামারখাড়া ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন হালদার, শিলই ইউপি চেয়ারম্যান লিটন, আলদী গ্রামের শামসুদ্দিন মেম্বার এবং সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য স্বপন, ইউছুব, জাহাঙ্গীরসহ ওই এলাকার লোকজনের কাছে বিভিন্ন সময় বিভিন্ন পরিমাণ চাঁদা দাবি করে আসছিল। তার ইয়াবা বিক্রিতে কেউ বাধা দিলে তাকে অবৈধ অস্ত্র দিয়ে র‌্যাবের কাছে ধরিয়ে দিবে বলে হুমকি দিত সে।

তার বিরুদ্ধে ঢাকা, শেরপুর, মুন্সীগঞ্জ ও টঙ্গীবাড়ী থানায় একাধিক মামলা রয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে র‌্যাব ১১ কমান্ডার এনায়েত হোসেন মান্নান জানান, ২০২ পিস ইয়াবাসহ আলামিনকে গ্রেফতার করা হয়েছে। অস্ত্র, অপহরণসহ তার বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। আমাদের কাছে এই সকল মামলার তথ্য রয়েছে।

দৈনিক অধিকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.