আরিফ হোসেনঃ শ্রীনগরে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার সভাপতি ডাঃ বি, চৌধুরীর আরোগ্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টার দিকে উপজেলার সিজুয়ে কিন্ডারগার্ডেনে শ্রীনগর উপজেলা বিকল্পধারা ও অঙ্গসংগঠন এই দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিলের পূর্বে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি জি,এম মোস্তফা, মুন্সীগঞ্জ-১ আসনের এমপি মাহী বি, চৌধুরীর ব্যক্তিগত সহকারী ও সাবেক ইউপি চেয়ারম্যান গাজী শহিদুল্লাহ কামাল ঝিলু, কেন্দ্রীয় যুবধারার সভাপতি আসাদুজ্জামান বাচ্চু ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত শিকদার।
এসময় আরো উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন খান, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব মুহাম্মদ জাহাঙ্গীর খাঁন, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রহমান, বিকল্পধারার নেতা মোঃ জিল্লুর রহমান, কেন্দ্রীয় যুবধারার সিনিয়র সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম নিশি, উপজেলা যুবধারার নেতা মোঃ আলমগীর করিব, মোঃ আনোয়ার হোসেন, আব্দুল্লাহ আল মামুন, শামীম আহমেদ প্রমুখ।
Leave a Reply