মুন্সীগঞ্জের শ্রীনগরে করোনার প্রভাবে কর্মহীন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলাবার বেলা ১১ টার দিকে উপজেলার পূর্ব মুন্সীয়া গ্রামে এই বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহ-সম্পাদক গোলাম সারোয়ার কবীর। দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ রোধে উপজেলার ১৪টি ইউনিয়নে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় কর্মহারা প্রায় ১২’শত পরিবারকে এই খাদ্য সহায়তা করা হচ্ছে। লক্ষ্য করা গেছে, কর্মহীন প্রত্যেকের বাড়িতে ৫ কেজি চাল, ৫ কেজি আলু, দেড় কেজি ডাল, ১ লিটার ভোজ্য তেলসহ প্রয়োজনীয় মাস্ক ও হ্যান্ড সেনিটাইজারই পৌছে দেওয়া হচ্ছে।
মুন্সীগঞ্জ-১ আসনের নির্বাচনী এলাকার শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার ২৮টি ইউনিয়ন পরিষদসহ অত্র এলাকায় মোট ৩৫টি জীবাণুনাশক ছিটানোর স্প্রে মেশিন বিতরণ করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা গোলাম সারোয়ার কবীর। সিরাজদিখান উপজেলায় কর্মহীন অসহায় পবিবারের মাঝেও ধারাবাহিক ভাবে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানা যায়। খাদ্য বিতরণ কর্মসূচি উদ্বোধন কালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জনকন্ঠ
Leave a Reply