মুন্সীগঞ্জ জেলা শহরের সকল মানুষের প্রিয় মিষ্টির দোকান আসলাম সুইটস এন্ড মাতৃ ভান্ডার। করোনার মোকাবেলায় সামাজিক যোগাযোগ নিশ্চিত করতে সরকারের নির্দেশে সারাদেশের সকল মিষ্টির দোকান এবং মিষ্টি তৈরীর কারখানা বন্ধ থাকলেও কাঠাখালিতে আসলাম সুইটস্ এর কারখানা সচল ছিলো। গোপনীয়তা রক্ষা করে সারা জেলায় মিষ্টি সর্বরাহ করিত। অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে তৈরী করে মিষ্টি। শনিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্টেট শেখ মেজবাহ উল সাবেরিন শহর জুড়ে দোকান বন্ধের অভিযানের অংশ হিসাবে কাঠাখালি যায়। এসময় তিনি লোকজনদের ছোটাছিটি দেখে কারখানার ভিতরে ঢুকে পড়ে। সেখানে গিয়ে দেখে নোংরা আর অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরী করা হচ্ছে। কারখানার ভিতরে মেঝেতে প্রায় ২০ মন মিষ্টি ছিলো। তাছাড়া বড় বড় ২টি ডিম ফ্রিজেও মজুদ করা ছিলো মিষ্টি। এ সময় মিষ্টি তৈরীর কারখানার মালিক আসলাম হোসেনকে নগদ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে সময় মিষ্টিগুলো জব্দ করে গরীবদের মাঝে বিরতন করার নির্দেশ দেন। পাশাপাশি এই কারখানা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানান ভ্রাম্যমান আদালত।
নির্বাহী ম্যাজিষ্টেট শেখ মেজবাহ উল সাবেরিন জানান, আসলাম সুইটস এন্ড মাতৃভান্ডারকে ৭০ হাজার জরিমানা এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মিষ্টি তৈরীর কারখানাটি বন্ধ থাকবে।
ফেবু থেকে
Leave a Reply