“টঙ্গীবাড়ীতে চার সন্তান নিয়ে অসহায় বিধবা ৬ মাস ঘুরে সাহায্য পেয়েছেন ৫ কেজি চাল” এই শিরোনামে একটি সংবাদ গত রবিবার (৫এপ্রিল) বিভিন্ন গণমাধ্যেমে প্রকাশিত হলে মূর্হুত্বেই সংবাদটি ভাইরাল হয়ে যায়।
সংবাদটি টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন হাওলাদারের নজরে আসে।
পরে মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে পাশ্ববর্তী ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন হাওলাদার সেই বিধবার বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে ছুটে আসেন।
চার সন্তানের জননী সেই বিধবার হাতে তিনি ৩০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পিয়াজ,১ লিটার ভোজ্য তেল, ১ কেজি লবণ,১ টি লবনের প্যাক, দুই কেজি আলু, ১ টি সাবান ও নগদ দুই হাজার টাকা তুলে দেন। এছাড়াও তিনি হাসাইল গ্রামের তিনটি কর্মহীন পরিবারকে এক হাজার টাকা করে মোট তিন হাজার টাকা প্রদান করেন।
অসহায় রুবিনার পাশে পাশ্বর্বতী চেয়ারম্যান সাহায্যের হাত বাড়িয়ে দিলেও স্থানীয় জনপ্রতিনিধিদের খোঁজ পাওয়া যায়নি এখন পর্যন্ত।
দুর্জয় বাংলা
Leave a Reply