করোনার ঝুঁকি এড়াতে ও নদীপথ সম্পূর্ণ লগডাউন রাখতে লৌহজংয়ের শিমুলিয়া নদী বন্দরের পদ্মা নদীর বিভিন্ন স্থানে টহল জোরদার করেছে মাওয়া নৌ-পুলিশ।
নৌ-পুলিশের ডিআইজি আতিকুল ইসলামের উদ্যোগে ও ঢাকা অঞ্চলের পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলামের তত্বাবধানে মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সিরাজুল কবিরের নেতৃত্বে এটি জোরদার করা হয়েছে।
সরেজমিনে শিমুলিয়া ঘাটে গিয়ে দেখা যায়, এ নৌ-রুটের লঞ্চ, সি-বোট, ট্রলারসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রয়েছে।
পণ্যবাহী ট্রাক ও এ্যাম্বুলেন্স চলাচলের জন্য সীমিত পরিসরে ফেরী চলাচল করলেও ফেরীতে উঠার আগেই এসব যানবাহনে নৌ-পুলিশ মেশিনের মাধ্যমে জীবাণু নাশক স্প্রে করে গাড়ীগুলো ফেরীতে উঠচ্ছে ।
অপর দিকে এমভি জলহংস-৪ নামের একটি লঞ্চ ও দুটি সি-বোট দিয়ে সার্বক্ষণিক ভাবে নদীতে টহল দিয়ে যাচ্ছে নৌ-পুলিশের একাধিক দল।
এ টহল টিমগুলোতে পালাক্রমে দায়িত্ব পালন করছে মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনর্চাজ পুলিশ পরিদর্শক মোঃ:সিরাজুল কবির,এসআই উদয় বর্মণ সরকার ,ঈসাই আঁকাস আলী ও নজরুল ইসলামসহ নৌ-পুলিশের সদস্যরা।
ভোরের ডাক
Leave a Reply