আরিফ হোসেনঃ শ্রীনগরে এক ভাইকে সাহায্য করতে গিয়ে সাপের কামড়ে আরেক ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পূর্ব আটপাড়া গ্রামে এঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোঃ ইমরান (২৬)। সে ওই গ্রামের মোঃ কফিল উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, ইমরান তার ভাইয়ের সাথে পূর্ব আটপাড়ার একটি পুকুরে মাছ শিকার করতে যায়। এ সময় ভাইয়ের শরীরে শিং মাছের কাটা ফুটে। ভাইয়ের ব্যাথা কমানোর জন্য ইমরান পাশের ঝোপ থেকে ঔষধী গাছ বিষকাটালী আনতে যায়। ইমরান বিষকাটালী ধরে টান দিলে বিষধর সাপ তাকে কামড় দেয়। ইমরানকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে অসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইমরানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply