মোঃ জাফর মিয়া: টঙ্গিবাড়ীর উপজেলার নদী ভাঙ্গা ক্ষতিগ্রস্থ্য ও প্রতিবন্ধীদের মাঝে ত্রান সহায়তা দিয়েছেন তরুন চেয়ারম্যান মহিউদ্দিন হালদার।
তিনি মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কামার খাড়া ইউনিয়ন চেয়ারম্যান টানা বিগত ১৫ দিনে জেলার বিভিন্ন উপজেলা সহ পদ্মার ওপাড়ের শরিয়ত পুর জেলার নওপাড়া পর্যন্ত পৌছেগেছে তার ত্রান সহায়তা। প্রতিদিন দিনে এবং রাতে ঘুরে ঘুরে কর্মহীন,দরিদ্র মধ্যবিত্ত পরিবারের খুঁজে খুঁজে পৌছে দিচ্ছেন তার খাদ্য সামগ্রী।
তার এমন উদ্যোগে সর্ব শ্রেনীর মানুষের মাঝে বিপুল উৎসাহ উদ্ধিপনা লক্ষা করা গেছে। ঘরে ঘরে প্রতিদিনের খাদ্য সামগ্রী পৌছে দেয়া কার্যক্রমের ১৫ তম দিনে নদী ভাঙ্গনন ও প্রতিবন্ধিদের মাঝে পৌছে দিয়েছেন খাদ্য সামগ্রী।
বৃহস্পতিবার সকাল থেকে টঙ্গিবাড়ী উপজেলার পদ্মা ভাঙ্গন কবলিত এলাকার কর্মহীন দরিদ্র ও মধ্যবিত্ত ৮ শতাধিক পরিবারে মাঝে বিতরণ করেন খাদ্য সহায়তা ।
খোজ২৪বিডি
Leave a Reply