উপজেলার ষোলঘড় ইউনিয়ন পরিষদের উদ্যোগে সরকারি খাদ্য সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে। করোনা ভাইরাসের এই দুঃসময়ে সামাজিক দুরত্ব বজায় রেখে গত ৬ জুলাই সোমবার সকাল সাড়ে দশটা থেকে বেলা ১২ টা পর্যন্ত ৯ টি ওয়ার্ডের ৩১৫ টি পরিবারের মাঝে প্রত্যেককে ১০ কেজি চাল ও ২ কেজি আলু দেয়া হয়েছে। অপরদিকে দুপুর ১ টায় এল জি এস পি – ৩ এর অর্থায়নে বিতরণ করা হয়েছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী।
কোভিড – ১৯ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেে স্বাস্থ্য সুরক্ষায় দরিদ্র ও ঝুঁকিপূর্ন পরিবারের মাঝে সার্জিক্যাল মাস্ক , হাত ধোয়ার সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে । এখানেও ষোলঘড় ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ৯০ জন পরিবারসহ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেয়া হয়েছে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী।বিতরণকৃত প্যাকেটে ছিলো , ৫ টি মাস্ক, ৫টি সাবান ও ১ কেজি করে ব্লিচিং পাউডার।
ষোলঘড় ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্জ মোঃ আজিজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা রহিমা আক্তার। তিনি আনুষ্ঠানিকভাবে এসব সুরক্ষা সামগ্রী সাধারণ জনগণের হাতে তুলে দেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগন্জ ডিসট্রিক্ট ফ্যাসিলেটেটর মোবাশ্বের হোসেন খান। মুন্সিগন্জ জেলা যুবলীগের সহসভাপতি স্বপন রায়, শ্রীনগর ভূমি অফিসের কানুনগো, ষোলঘড় ইউ পি সচিব হরিনারায়ণ মন্ডল, ইউ পি সদস্যদের মধ্যে ছিলেন, মোঃ রফিকুল ইসলাম, মোহাম্মদ আলী , রোমেল মেম্বার, মহিউদ্দিন মিয়া ও ইয়াসমিন আক্তার প্রমুখ।
গ্রাম নগর বার্তা
Leave a Reply