মুন্সীগঞ্জের মানিকপুরে সোমবার রাত সাড়ে ১১টার দিকে মো: বাবুল হোসেনকে ৬০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। এ সময় ইয়াবা বিক্রির নগদ ৬১ হাজার ২৭৫ টাকা এবং ইয়াবা বিক্রির কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
অপরদিকে সোমবার গভীর রাতে ডিবি পুলিশ মুন্সীগঞ্জ মিরকাদিম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিকাবীবাজার পূর্বপাড়া কালভার্টের উপর থেকে মাদক ব্যবসায়ী মো: মানিক মিয়া ওরফে কালা মানিককে (৩৫) ১২৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।
কালা মানিক উপজেলার নৈদিঘি গ্রামের হাসানুল শিকদারের ছেলে। তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। কালা মালিকের বিরুদ্ধে ইতিপূর্বে পাঁচটি মাদক মামলা আছে।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো: আনিছুর রহমান জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
নয়া দিগন্ত
Leave a Reply