মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে; এছাড়া আরও একজন আহত হয়েছেন। উপজেলার বনগাঁও গ্রামের একটি চকে মঙ্গলবার সকালে সাগর (৩৫) নামে এই শ্রমিক মারা যান বলে ওই এলাকার ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল কাইয়ুম মিন্টু জানিয়েছেন।
সাগর উপজেলার কানাই নগর গ্রামের মজিবুর ফকিরের ছেলে।
ইউপি সদস্য বলেন, শ্রমিকরা বন্যায় ডুবে যাওয়া চর থেকে মাটি কেটে ট্রলারে বহন করছিলেন। এ সময় চরে টানানো বিদ্যুৎ লাইনের তারে স্পৃষ্ট হন তারা। এতে সাগর ঘটনাস্থলেই সাগর মারা যান।
এছাড়া নজরুল (৪৬) নামে অপর এক শ্রমিক আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ইউপি সদস্য।
বিডিনিউজ
Leave a Reply