নাছির উদ্দিন: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিষেধাজ্ঞা সত্বেও থানা পরিষদের পুকুর দখল করে দোকান ঘর নির্মাণ করছে প্রভাবশালী মজিদ হাওলাদার। উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা চৌরাস্তার থেকে গোয়ালবাড়ি সড়কের পশ্চিম পার্শে ইছাপুরা মৌজার ৩নং খতিয়ানের ৫২৬ দাগের পুকুরের উপর দখল করে দোকানপাট নির্মাণ করে ভাড়া দিয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যানের ভাই মজিদ হাওলাদার।
সরেজমিনে দেখা যায়, সরকারী ৩৯ সতাংশ পুকুরের উপর কিছু অংশের উপর ৫টি টিন সেট পাটাতন দোকন ঘর তুলে ভাড়া দিয়েছেন মজিদ হাওলাদার তবে কাগজে দেখা যায় জায়গাটির মালিক বাংলাদেশ সরকার পক্ষে সিরাজদিখান থানা পরিষদ।
এলাকাবাসী বলেন, আমরা সুনেছি এটি সরকারী জায়গা কিছুদিন আগে ইউএনও স্যার এসে দোকান ঘর নির্মানের কাজ বন্ধ করে দিয়ে যান। বর্তমানে সেই ইউএনওর বদলি হওয়ায় এই সুযোগে সে নতুন কারে দোকান ঘর গুলোতুলে ভাড়া দিয়ে দিছে। এ পরিবারটির শুধু সরকারি সম্পত্তি দখল করার নেশা। এর আগেও তারা সরকারী যায়গা নিজেদের দাবি করে মামলা করে সরকারের কাছে হেরে যায়।
এ বিষয়ে মজিদ হাওলাদার বলেন, আমি হাইকোর্ট থেকে স্টে অর্ডার এনেছি। এই অর্ডারে দোকান তোলা যাবেকিনা জানতে চাইলে তিনি বলেন আমা দোকানের কাঠ গুলো পচে যাবে তো তাই তুলেছি। এছাড়াও এই সম্পত্তিতে আমার নি¤œ কোর্টের দুইটি অর্ডার আছে।
এ বিষয়ে সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ বলেন, আমি জানতে পেরেছি আমাদের উপজেলা পরিষদের জায়গাটি সে দখল করে রেখেছে আগামি আইনসৃঙ্খলা মিটিংএ আমি এবিষয়ে কথা বলব এবং দ্রুতই জায়গাটি দখল মুক্ত করাব।
Leave a Reply