নাছির উদ্দিন: মুন্সীগঞ্জের সিরাজদিখানে রসুলপুর মাদ্রাসার ৭ম শ্রেনির এক ছাত্রীকে আপহরেনের অভিযোগ উঠেছে। গত শনিবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় গত রবিবার ছত্রীর মা বাদী হয়ে সিরাজদিখান থানায় অভিযোগ করেছেন।
অপহৃত ছাত্রীর পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, মাদ্রাসায় যাওয়া আসার সময় তানভির বেপারী নামের এক ছেলে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করত। তানভির বেপারীর বাড়ি উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের পশ্চিম কাকালদী গ্রামে। তিনি একটি ড্রেজারে কাজ করেতেন। গত শনিবার বিকেল ৪টার দিকে তার কয়েকজন বন্ধুর সহায়তায় ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়।
অপহৃত স্কুলছাত্রীর মা বলেন, তানভীর বেপারী বেশ কিছুদিন ধরে আমার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। আমি ছেলের পরিবারের কাছে কয়েক বার অভিযোগ করলেও তারা কোন ব্যাবস্থা না নেয়ায় আমার কিশোরি মেয়েটিকে অপহরণ করেছে।
সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ এমদাদুল হক বলেন, এই ঘটনায় ওই ছাত্রীর মা তানভির বেপারীসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। ওই ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
Leave a Reply