আরিফ হোসেনঃ “যদিও মানছি দূরত্ব,তবুও আছি সংযুক্ত”এই স্লোগানকে সামনে রেখে শ্রীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় শ্রীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ করা হয়।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল হক, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ হেদায়াতুল ইসলাম ভূঞা, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা সমীর কুমার বসাক, কৃষি কর্মকর্তা শান্তনা রাণী প্রমুখ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার শায়লা শারমিন। এসময় উপস্থিত বক্তৃতা ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ী ৬ জন শিশুর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
Leave a Reply