আরিফ হোসেনঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সভা করেছে শ্রীনগর উপজেলা সরকারী কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। শনিবার সকাল সাড়ে ১০টায় শ্রীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আসাদুজ্জামান, শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল হক, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ হেদায়াতুল ইসলাম ভূঞা, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা সমীর কুমার বসাক, কৃষি কর্মকর্তা শান্তনা রাণী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন, শ্রীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফ হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশান ফিরদৌস। এসময় কুষ্টিয়ায় সংগঠিত বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকে মৌলবাদী ও স্বাধীনতা বিরোধী কার্যকলাপ উল্লেখ করে বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সন্মান অম্লান রাখার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply